ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৩ আগস্ট) আরামিট সিমেন্টের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। শেয়ারটির সর্বশেষ ২৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এদিন ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৮৪ শতাংশ।
বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইয়াকিন পলিমার, ডেফোডিল কম্পিউটারস, ইনটেক লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারি, এ্যাপেক্স ফুডস এবং মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।
অর্থসংবাদ/এমআই