ক্যাচের পর ক্যাচ ফেলেন হেটমেয়ার, হতাশ চেন্নাই

ক্যাচের পর ক্যাচ ফেলেন হেটমেয়ার, হতাশ চেন্নাই
মুম্বাইয়ের বিরুদ্ধে হেভিওয়েট এনকাউন্টারে জয় দিয়ে শুরু হয়েছিল কিন্তু রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়েও হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে৷ আর তারুণ্যে ভরা দিল্লির বিরুদ্ধেও ফ্যাকাশে পারফরম্যান্স চেন্নাইয়ের৷ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান তুলল চেন্নাই৷ জ্বলে উঠল না ফিনিশার ধোনির ব্যাট ৷ হতাশ চেন্নাই ও ধোনির ফ্যানরা৷

এবারের আইপিএল খেলার ঠিক আগেই ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক ধোনি৷ তার ফ্যানরা ব্যথিত হৃদয় নিয়ে আশা করেছিলেন ধোনি এবার ধামাকা দেখাবেন মরু রাজ্যের আইপিএলে৷ কিন্তু কোথায় কী৷ এদিন তাও ব্যাটিং অর্ডারে খানিকটা ওপরে ওঠেন ধোনি৷ কিন্তু ধোনিসুলভ খেলা দেখা গেল কোথায়৷

জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মতি ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই সুপার কিংস৷ খারাপ ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে ফের একবার ফ্লপ সিএসকে ওপেনার মুরলী বিজয়৷ ব্যাট হাতে তার অবদান ১০৷ ১৬ বলে ১৪ করে ফ্লপ শ্যেন ওয়াটসনও৷ ডু প্লেসি-র গায়কোয়াড় -যাদবরা ফ্লপ হওয়ার পর পাঁচ নম্বরে আর কোনও চান্স না নিয়ে নামেন সিএসকে বস ধোনি৷ কিন্তু ফ্যাফ ডুপ্লেসি ৩৫ বলে ৪৩ রানে হয়ে যান আউট৷ এদিন দিল্লির সফলতম বোলার রাবাদার বলে আউট হন মাহি৷ ১২ বলে ১৫ রান করে শেষ হয় মাহির ইনিংস৷ এদিন রাবাদা ৪ ওভারে ৪ উইকেট নিয়ে একাই কার্যত চেন্নাইয়ের ভিতটা নড়িয়ে দেন।
এদিকে এদিন ফ্লিডিংয়ে বেশ খারাপ পারফরম্যান্স দিল্লি ক্যাপিটাল্স৷ বেশ কয়েকটি সহজ ক্যাচ গলান ক্রিকেটাররা৷তালিকায় রয়েছেন তারকা ক্রিকেটার পৃথ্বী, ক্যাচের পর ক্যাচ ফেলেন হেটমেয়ার৷

প্রথমে শিখর ধাওয়ানের সঙ্গে পৃথ্বী শ -র দুরন্ত পার্টনারশিপ-যাঁর ফসল পৃথ্বীর একটা ঝকঝকে অর্ধশতরান৷ আর তারপর শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের নিজ নিজ অবদানে চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াইযোগ্য ১৭৬ রানের টার্গেট রাখল তারা৷

৪৩ বলে ৬৪ রান করেন পৃথ্বী৷ তার ইনিংস সাজানো ৯টি চার ও ১ টি ছয় দিয়ে৷ শিখর ধাওয়ান ২৭ বলে ৩৫ রান করেন৷ এছাড়াও উপযুক্ত সময়ে উপযুক্ত পারফরম্যান্স করে ২৫ বলে ৩৭ রান করেন ঋষভ পন্থ ৷ তার ইনিংসে রয়েছে ৫ টি চার৷ ২২ বলে ২৬ রান অধিনায়ক শ্রেয়স আইয়ারের৷ খেলায় তারা কেউই সেরকম বড় রান পোস্ট করতে না পারলেও সকলের সমবেত যোগদানে দলের স্কোর ভালোই পোস্ট হয়৷ ১২ বলে ১৫ করে শেষ হয় মাহির ইনিংস৷ ম্যাচ তার আগেই হাত থেকে বেরিয়ে গেছেন৷

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো