জুলাইতে রাজস্ব আদায় বেড়েছে ১৫ শতাংশ

জুলাইতে রাজস্ব আদায় বেড়েছে ১৫ শতাংশ
দেশের কচ্ছপ গতির অর্থনীতির মাঝে কিছুটা সুখবর দিচ্ছে রাজস্ব আদায়। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইতে রাজস্ব আদায় বেড়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ১৫ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) এর উপর ভর করেই অপেক্ষাকৃত ভালো প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে এনবিআর, গত মাসে এর প্রবৃদ্ধি ছিল প্রায় ২২ শতাংশ। এছাড়া গত বছর আমদানিতে খরা থাকায় ইমপোর্ট ট্যাক্স কমতির দিকে থাকলেও, চলতি অর্থবছরের প্রথম মাসে এ খাতে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ইনকাম ট্যাক্স খাত থেকে কমেছে রাজস্ব আদায়।

তাতে সবমিলিয়ে গত জুলাইয়ে এনবিআর মোট রাজস্ব আদায় করেছে ২০ হাজার ৫৬১ কোটি টাকা। অবশ্য রাজস্ব আদায় বাড়লেও তা এখনো লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে। চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধি ছিলো ১০ শতাংশের সামান্য বেশি, আর গত পাঁচ বছরে গড়ে প্রবৃদ্ধি ছিলো ১১ শতাংশের কাছাকাছি। এর মধ্যে করোনার অর্থবছর ২০২০-২১ এ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান