শনিবার (২৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৩১ শতাংশ। তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর ৪ দশমিক ০১ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচ রিসোর্টের ৪ শতাংশ, জিল বাংলা সুগার মিলের ৩ দশমিক ৭৫ শতাংশ, জিকিউ বল পেনের ৩ দশমিক ৫৮ শতাংশ, খান ব্রাদার্সের ৩ দশমিক ৫০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৫০ শতাংশ, ফার ক্যামিকেলের ৩ দশমিক ৪৮ শতাংশ এবং জেনারেশন নেক্সট ফ্যাশনের ৩ দশমিক ১৩ শতাংশ শেয়ার দর কমেছে।
অর্থসংবাদ/এমআই