গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১০৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ১৩৮৩, ১০৫৪, ১৬৬৬, ১৫৫৭, ১৭০৫, ১৫৪৪ ও ১৫৬৭ জন রোগী শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুসারে- দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫৭ হাজার ৮৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১০ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ১১ দশমিক ০৯ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
গতকাল ১২ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৮ দশমিক ৯০ শতাংশ পজেটিভ।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একনজরে দেশের করোনার চিত্র
নতুন করে শনাক্ত হয়েছেন: ১১০৬ জন
মোট আক্রান্তের সংখ্যা: ৩৫৭৮৭৩ জন
২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ৩৬ জনের
মোট মৃত্যু হয়েছে: ৫১২৯ জনের
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ১৭৫৩ জন
মোট সুস্থ হয়েছেন: ২৬৮৭৭৭ জন
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছেন। গত ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা গিয়েছিলেন ৫৩ জন।
গত সাত দিনে করোনা ভাইরাসে মারা গেছেন যথাক্রমে ২১, ২৮, ৩৭, ২৮, ৪০, ২৬ ও ৩২ জন।
সর্বশেষ তথ্য অনুসারে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ১২৯ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৬৮ হাজার ৭৭৭ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ০৫ শতাংশ।