শেয়ারবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর গত কয়েকদিন ধরেই বাড়ছে। তবে লোকসানে থাকা কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির পেছনে কোন কারণ নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ১৬ আগস্ট আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং প্রাইস ছিল ২২ টাকা। আর ২৪ আগস্ট (বৃহস্পতিবার) শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়ায় ২৮ টাকা ৮০ পয়সায়। ৬ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৮০ পয়সা বেড়েছে। শতাংশ হিসেবে দর বৃদ্ধির পরিমাণ ৩০ দশমিক ৯০ শতাংশ।
কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর প্রেক্ষিতে আরামিট সিমেন্ট ডিএসইকে জানায়, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোম্পানিটির অপ্রকাশিত কোন মূল্যসংবেদনশীল তথ্য নেই।
এদিকে আরামিট সিমেন্টের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়লেও কোম্পানিটি সর্বশেষ হিসাববছরে বড় লোকসান দিয়েছে। ২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১৬ টাকা ৮৮ পয়সা। তবে লোকসানে থাকলেও বিনিয়োগকারীদের জন্য গত বছর ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সিমেন্ট খাতের কোম্পানিটি।