ব্যাচেলর পয়েন্টের এখনো ‘ব্যাচেলর’ যারা

ব্যাচেলর পয়েন্টের এখনো ‘ব্যাচেলর’ যারা
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকটি প্রচারের শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে চলে আসে। এই নাটকের প্রত্যেকটি চরিত্র দর্শকের মুখে মুখে ফেরে। আবারও আলোচনায় ‘ব্যাচেলর পয়েন্ট’। সম্প্রতি ব্যাচেলর লাইফের ইতি টেনে বিবাহিত জীবনে প্রবেশ করেছেন ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা চাষী আলম।

শুক্রবার (২৫ আগস্ট) ঢাকার বাড্ডার মেয়ে তুলতুল ইসলামকে ঘরে তোলেন এ অভিনেতা। চলতি বছরের ৭ জুলাই সামাজিকমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন ‘ব্যাচেলর পয়েন্ট’র ‘অন্তরা’ খ্যাত ফারিয়া শাহরিন। এর আগে, গত বছরে বিয়ের পিঁড়িতে বসেন ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। সম্প্রতি ছেলের বাবা হন তিনি।

এছাড়া ‘শুভ’ খ্যাত মিশু সাব্বির, ‘নেহাল’ খ্যাত তৌসিফ মাহবুব, ‘নাবিলা’ খ্যাত সাবিলা নূররা আগে থেকেই বিবাহিত। তাহলে আর বাকি রইল কারা?

এমন প্রশ্নের জবাবে মজার ছলে নির্মাতা অমি বলেন, সত্যিই সব ব্যাচেলর বিয়ে করে ফেলছে। বলতে গেলে এখন তো দেখছি জাতীয় ব্যাচেলর মারজুক ভাই (পাশা চরিত্রের মারজুক রাসেল) ছাড়া আর কেউ নাই। শিমুল আর ইভা—ওরা তো এখনো ছোট, ওদের সময় লাগবে। তবে জাতীয় ব্যাচেলরকে বিবাহিত বানাতে গেলে জাতীয় নারী লাগবে। এই নারী খুঁজে পেতে খবর হয়ে যাবে। খুবই ডিফিকাল্ট ব্যাপার।

আরও পড়ুন: কাকে বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’

চাষী আলমের বিয়ের অনুষ্ঠানে মজার ছলে বিনোদন অঙ্গনের একজন বলেই ফেললেন, একে একে সব ব্যাচেলররা তো বিয়ে করে ফেলছে। এরপর তো আর কেউ ব্যাচেলর থাকবে না। ব্যাচেলর পয়েন্টের সব বিবাহিতদের নিয়ে অবশ্য পরিচালক চাইলে এবার ‘ম্যারেজ লাইফ’ নামে একটা নাটক বানিয়েও ফেলতে পারেন।

২০১৮ সালে শুরু হয়ে গত বছরের ২৪ ডিসেম্বর শেষ জনপ্রিয় ধারাবাহিকটি। টেলিভিশন ও ইউটিউবে চার মৌসুমে মোট ১১৬টি পর্ব প্রচারিত হয়। ঢাকা শহরের ব্যাচেলরদের যাপিত জীবন নিয়ে নির্মিত এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ‘কাবিলা’ (জিয়াউল হক পলাশ), ‘শুভ’ (মিশু সাব্বির), ‘হাবু’ (চাষী আলম), ‘পাশা’ (মারজুক রাসেল), ‘বোরহান’ (শরাফ আহমেদ জীবন), ‘শিমুল’ (শিমুল শর্মা), ‘অন্তরা’ (ফারিয়া শাহরিন), ‘নাবিলা’ (সাবিলা নূর), ‘নেহাল’ (তৌসিফ মাহবুব), ‘ইভা’ (পারসা ইভানা) প্রমুখ।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে