বুধবার (৩০ আগস্ট) চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
চীনা দূতাবাস জানায়, চীনে যাওয়ার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে চীন সফরের জন্য প্লেনে ওঠার আগে কোভিড টেস্ট না করলেও হবে। ব্যবসা, পর্যটন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ট্রানজিট ও ক্রু ভিসার জন্য সিঙ্গেল বা ডাবল এন্ট্রির ক্ষেত্রে চীনা দূতাবাসের কাউন্টার ডেস্কে আঙ্গুলের ছাপ না দিলেও চলবে।
চীনা দূতাবাস আরও জানায়, বাংলাদেশ বিমান আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকা-গুয়াংজু সরাসরি ফ্লাইট পরিচালনা করবে এবং এজন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। দুই দেশের একাধিক এয়ারলাইন্সের ফ্লাইট ৪৮টি হবে এবং মধ্য সেপ্টেম্বর থেকে প্রায় ১০ হাজার লোক প্রতি সপ্তাহে ভ্রমণ করবে।
অর্থসংবাদ/এসএম