সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য ছিল বিমা খাতের। টপটেন গেইনার তালিকার সাতটিই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। কোম্পানিটির এদিন শেয়ারদর ৪ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৯ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা সিমটেক্সের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইস্টার্ন হাউজিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, মেঘনা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ফার্মা।
অর্থসংবাদ/এসএম