সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে পতন হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে।
সূত্র মতে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৩ দশমিক ৭৯ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ৩০৭ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ২৯ পয়েন্ট কমে ২ হাজার ১৪৩ পয়েন্টে দাড়িয়েছে।
ডিএসইতে আজ মোট ৫৭৭ কোটি ০৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৬৫ লাখ টাকা।
এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩২৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৫৮টি কোম্পানির। বাকি ১০২টি কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
অর্থসংবাদ/এসএম