ব্যবসায়িক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের পুরস্কার দিবে এইচএসবিসি

ব্যবসায়িক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের পুরস্কার দিবে এইচএসবিসি
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের পুরস্কার দিবে এইচএসবিসি বাংলাদেশ। তৃতীয়বারের মতো বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এইচএসবিসি বাংলাদেশ অ্যাওয়ার্ড আয়োজনের ঘোষণা দেয়।

এতে জানানো হয়, এইচএসবিসি বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ডে নমিনেশন ফরম পূরণের মাধ্যমে আট ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে। রপ্তানি খাতে তিনটি অ্যাওয়ার্ড থাকছে। পোশাক শিল্পে বার্ষিক রপ্তানি আয় ৫০ মিলিয়ন ডলার ও তার বেশি এবং সাপ্লাই চেইন এবং ব্যাকওয়ার্ড লিংকেজ বার্ষিক রপ্তানি ১০ মিলিয়ন ডলার ও তার বেশি এবং অসনাতন ও উদীয়মান ক্ষেত্রে বার্ষিক রপ্তানি ৩ মিলিয়ন ডলার ও তার বেশি (তৈরি পোশাক ও বস্ত্র ব্যতীত) আয়ের প্রতিষ্ঠান এ ক্ষেত্রে অংশ নিতে পারবে।

আমদানি বিকল্প শিল্পে ১০ মিলিয়ন ডলার বা তার বেশি অবদান, অভ্যন্তরীণ বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে অবদান রাখা প্রতিষ্ঠান, সাসটেইনিবিলিটি উদ্যোগ বা প্রজেক্টের মাধ্যমে সমাজে কার্যকর ও যুগান্তকারী অবদান রাখা প্রতিষ্ঠান এবং নতুন প্রযুক্তি প্রণয়নে জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখছে এমন প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। এছাড়া স্পেশাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড নামে একটি ক্যাটাগরি রয়েছে।
আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ব্রিটিশ হাইকমিশন, ঢাকা।

এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভ্যন্তরীণ চাহিদা পূরণ কিংবা অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অসাধারণ অবদান রেখেছে– এমন সব উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে পেরে এইচএসবিসি গর্বিত।

এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি হেড অব হোলসেল ব্যাংকিং জেরার্ড হগি বলেন, বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের অর্জন তুলে ধরতে চাই, যাদের কৃতিত্বেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে আলোকিত হচ্ছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো