সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে সাড়ে তিনশো কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১২ পয়েন্টে।
আর ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৫৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭১ ও ২১৪২ পয়েন্টে অবস্থান করছে।
এসময় ডিএসইতে ৩৫০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৩টি কোম্পানির শেয়ারের।
অর্থসংবাদ/এসএম