বিশ্বকাপের আগে মাঠে নামতে পারবেন না শান্ত

বিশ্বকাপের আগে মাঠে নামতে পারবেন না শান্ত
চোটে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। সেই চোট কাটিয়ে মাঠে ফিরতে বেশ কয়েক দিন সময় লাগবে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে এই ব্যাটারকে পাবে না বাংলাদেশ। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন শান্ত। তবে সেই ম্যাচে হালকা চোট নিয়েই ব্যাটিং করেছিলেন। পরের দিন তার এমআরআই করানো হয়।

এই চোট গুরুত্বর না হলেও মাঠে ফিরতে আরও অন্তত ৩-৪ সপ্তাহ সময় লাগবে শান্তর। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও তার সার্ভিস পাচ্ছে না দল। পুরো ফিট হয়ে বিশ্বকাপ দিয়েই আবারও মাঠে ফিরবেন এই ইনফর্ম ব্যাটার।

তবে হাবিবুল বাশার সুমন এখনও আশাবাদী শান্তকে নিয়ে। যদিও বিশ্বকাপের আগে ঝুঁকি নেবে না তারা। বিসিবির এই নির্বাচক বলেন, 'মাত্র তো ইনজুরির খবর জানা গেল। এশিয়া কাপটা শেষ হোক তারপর বলা যাবে। তখন দেখা যাক খেলতে পারে কি না।'

আগামী ২১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ। ২৩ ও ২৬ তারিখ সিরিজের বাকি দুটি ওয়ানডে। ৩ ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে