এমটিবির এএমডি হলেন খালিদ মাহমুদ

এমটিবির এএমডি হলেন খালিদ মাহমুদ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড বা এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. খালিদ মাহমুদ খান। সম্প্রতি তিনি এই পদোন্নতি লাভ করেন।

এর আগে খালিদ মাহমুদ ব্যাংকের চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

মো. খালিদ মাহমুদ খান এরও আগে এমটিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন ২-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এমটিবিতে তার দীর্ঘ ২৩ বছরের পেশাজীবনের মধ্যে ১৩টি বছর তিনি এমটিবির প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর তিনি এমবিএ ডিগ্রিও অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে পেশাগত জীবন শুরু করেন। খালিদ মাহমুদ খানের বিভিন্ন ধরনের গ্রাহকের করপোরেট, আর্থিক প্রতিষ্ঠান, স্থানীয় করপোরেট এবং এসএমই ও রিটেইলে রিলেশনশিপ ম্যানেজমেন্টে সম্যক ব্যাংকিং অভিজ্ঞতা এবং লেন্ডিং, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ ও জেনারেল ব্যাংকিংয়ে বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি