হিলিতে কমেছে পেঁয়াজের দাম

হিলিতে কমেছে পেঁয়াজের দাম
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভালো মানের পেঁয়াজের দাম কমেছে। গতকাল আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ৪-৫ টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৫২-৫৭ টাকা দরে বিক্রি হয়েছে। তা কমে গতকাল ৪৮-৫২ টাকায় নেমে আসে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে।

বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে, যা একদিন আগেও ৫০-৫২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজি দরে, যা একদিন আগে ৫৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা এক পাইকার বলেন, গত রোববার বন্দর দিয়ে হঠাৎ করেই পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। সব ধরনের পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪-৫ টাকা করে বেড়ে যায়। গতকাল বন্দর দিয়ে আবারো আমদানি বাড়ায় দাম কমে আগের অবস্থায় চলে এসেছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান