হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে।
বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে, যা একদিন আগেও ৫০-৫২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজি দরে, যা একদিন আগে ৫৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা এক পাইকার বলেন, গত রোববার বন্দর দিয়ে হঠাৎ করেই পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। সব ধরনের পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪-৫ টাকা করে বেড়ে যায়। গতকাল বন্দর দিয়ে আবারো আমদানি বাড়ায় দাম কমে আগের অবস্থায় চলে এসেছে।
অর্থসংবাদ/এমআই