হিলিতে কমেছে পেঁয়াজের দাম

হিলিতে কমেছে পেঁয়াজের দাম
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভালো মানের পেঁয়াজের দাম কমেছে। গতকাল আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ৪-৫ টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৫২-৫৭ টাকা দরে বিক্রি হয়েছে। তা কমে গতকাল ৪৮-৫২ টাকায় নেমে আসে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে।

বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে, যা একদিন আগেও ৫০-৫২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজি দরে, যা একদিন আগে ৫৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা এক পাইকার বলেন, গত রোববার বন্দর দিয়ে হঠাৎ করেই পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। সব ধরনের পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪-৫ টাকা করে বেড়ে যায়। গতকাল বন্দর দিয়ে আবারো আমদানি বাড়ায় দাম কমে আগের অবস্থায় চলে এসেছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ