বেনাপোল স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোল স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি
জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ আছে। তাতে একদিনের কার্যক্রম বন্ধে সরকার রাজস্ব আয় হারাবে অন্তত ২৫ কোটি টাকা। এদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক আছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার সারাদিন আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে ছুটির কারণে পার হতে না পারায় বন্দরের দুই পাড়ে হাজারো পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

বন্দর কর্তৃপক্ষের হিসাব অনুসারে, একদিন আমদানি-রপ্তানি বন্ধ কার্যক্রম থাকলে সরকার অন্তত ২৫ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহ জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্দরে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

সনাতন ধর্মানুসারে, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ।

তার এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্‌যাপন করে থাকেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর