পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও বিকাশের সম্ভাবনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময়ের পরিকল্পনা আছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে বৃহস্পতিবার বিকেলে জাকার্তা থেকে ঢাকায় আসবেন ল্যাভরভ। ওই দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকের স্থান সর্ম্পকে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, ল্যাভরভ যে হোটেলে উঠবেন, সেখানে এ বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি।
পরদিন শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সের্গেই ল্যাভরভ। একই দিন বিকেলে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
অর্থসংবাদ/এমআই