বিশ্বকাপের আরও সাড়ে চার লাখ টিকিট ছাড়বে ভারত

বিশ্বকাপের আরও সাড়ে চার লাখ টিকিট ছাড়বে ভারত
বিশ্বকাপের টিকিট যেন সোনার হরিণ। বিক্রি শুরু হতে না হতেই শেষ বেশিরভাগ ম্যাচের টিকিট। ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে গিয়ে ফিরে এসেছেন অনেকেই ফিরে এসেছেন ব্যর্থ হয়েছেন। তবে, তাদের জন্য এবার নতুন আশার বাণী নিয়ে হাজির হয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নতুন করে টিকিট ছাড়া হচ্ছে। গতকাল বুধবার বোর্ড ঘোষণা করেছে, সব মিলিয়ে চার লক্ষ টিকিট ছাড়া হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করার পর নতুন করে আরও চার লক্ষ টিকিট বাজারে ছাড়ার কথা জানানো হয়েছে। আরও বেশি সমর্থককে মাঠে বসে এই প্রতিযোগিতা দেখার সুযোগ করে দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, পুরো বিশ্বের সমর্থকেরাই টিকিট কাটতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শুক্রবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে আবার টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নির্দিষ্ট অপশনে গিয়ে সিলেক্ট করলেই আবার নতুন করে টিকিট কাটতে পারবেন সমর্থকেরা। তবে কোন ম্যাচের জন্যে কত টিকিট ছাড়া হবে তা এখন পর্যন্ত জানাননি ক্রিকেট বোর্ড কর্তারা।

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই ছিল একাধিক বিতর্ক। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ যে সংস্থা টিকিট বিক্রি করছে, তাদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ে টিকিট কাটতে না পারার অভিযোগ এসেছে।

সম্প্রতি একটি ওয়েবসাইটে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠেছে ভারতীয় মুদ্রায় সাড়ে ১৯ লাখ টাকা। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের টিকিটের দাম ছিল নয় লাখ টাকার বেশি। অনলাইনে যে সব টিকিট কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল, সেই টিকিটগুলোই অন্য একটি অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আর এসব অ্যাপে টিকিটের দাম সাধারণ ক্রিকেট ভক্তদের নাগালের বাইরে। এসব বিতর্ক এড়াতেই হয়ত এবার নতুন করে টিকিট ছাড়ার ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে