সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৬৩টি কোম্পানির সর্বমোট ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৪৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৯২ কোটি ০৪ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিনার।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বেক্সিমকো সুকুকের মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৮ লাখ টাকার।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার সিমটেক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।
এছাড়া, আজ ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল বিচের ৩ কোটি ৪১ লাখ ০৬ হাজার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ০২ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৩ লাখ এবং যমুনা অয়েলের ২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এসএম