ডিজিটাল পেমেন্টে অবৈধ লেনদেন, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক

ডিজিটাল পেমেন্টে অবৈধ লেনদেন, উদ্বেগে কেন্দ্রীয় ব্যাংক
দেশে ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং এবং বেটিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেন ব্যাপকভাবে বেড়েছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে এসব অপরাধ হুন্ডি প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করছে। এর ফলে একদিকে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে এবং অন্যদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। এতে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়ছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায়, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন বন্ধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের মাধ্যমে অর্থ পাচার বন্ধে কাজ করে যাচ্ছে। এছাড়া সকল ধরনের অর্থ পাচার বন্ধ করতে অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। এসব অপরাধ থামাতে সংস্থাটি প্রতিনিয়ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এ বিষয়ক ইন্টেলিজেন্স সরবরাহ করে যাচ্ছে।

এদিকে অনলাইন ট্রেডিংয়ের সাথে যুক্ত ওয়েবসাইট, অ্যাপ, ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চিহ্নিত করেছে বিএফআইইউ। এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থা কাছে পাঠিয়েছে বলেও জানা গেছে।

বিভিন্ন অনলাইন ট্রেডিংয়ের ওয়েবসাইটে অর্থ লেনদেনে দেশের বেশ কিছু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠানের হিসাব ব্যবহার করা হয়। এসব ক্ষেত্রে এমএফএস হিসাব যাতে ব্যবহার করা না হয় সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠানের এমডি এবং সিইওদের সঙ্গে বৈঠক করেছে বিএফআইইউ’র প্রধান কর্মকর্তা মো. মাসুদ বিশ্বাস।

বৈঠকে বিকাশ, নগদ, রকেট ও উপায় এর এমডি-সিইওরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এদিন আরও উপস্থিত ছিলেন পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ও বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের কর্মকর্তারা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি