নতুন খবর অনুযায়ী, এখন থেকে ভিডিওতে মিটিং করার পাশাপাশি একটি উইন্ডোতে নোটও লিখতে পারবেন আপনি। সেই নোট একই সময়ে শেয়ার ও একাধিক ব্যবহারকারী এডিটের কাজও করতে পারবেন।
লকডাউনে জুমের ব্যবহার একলাফে অনেকটাই বেড়েছিল। তবে লকডাউন পরবর্তীতে সেই চাহিদা না থাকলেও বর্তমানে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় এই জুম অ্যাপটি। নতুন এই টুলসের ফলে কাজ করতে অনেকটাই সুবিধে হবে অ্যাপ ব্যহারকারীদের।
অর্থসংবাদ/এমআই