বাংলাদেশের সাথে সম্ভাব্য সব সহযোগিতা বাড়াবে সৌদি

বাংলাদেশের সাথে সম্ভাব্য সব সহযোগিতা বাড়াবে সৌদি
বাংলাদেশের সাথে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করবে সৌদি আরব- এমনটাই বলেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সালমানের সাথে হাসিনার অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। সৌদি যুবরাজ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন।

প্রিন্স সালমান পতেঙ্গা টার্মিনাল, পায়রা বন্দর ও এসিইউডব্লিইএ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি প্রধানমন্ত্রীকে বলেন, প্রায় ২৮ মিলিয়ন বাংলাদেশী তাদের কঠোর ও যথাযথ পরিশ্রম দিয়ে তার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য সৌদি আরবকে সমর্থন করার জন্যও হাসিনাকে ধন্যবাদ জানান সালমান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে বেশ কয়েকটি সামাজিক সংস্কার শুরু ও অর্জন করা এবং সাম্প্রতিক সময়ে অসংখ্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান।

শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। যুবরাজ সালমান তার আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু