আল-আরাফাহ অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম

আল-আরাফাহ অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদীয় অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৫১তম সভায় মাহবুবুল আলম অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মাহবুবুল আলমের রয়েছে বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ার। ১৯৬৮ সালে স্টেট ব্যাংক অব পাকিস্তানে ট্রেইনি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

২০০৪ সাল পর্যন্ত সুদীর্ঘ ৩৪ বছর জনতা ব্যাংকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ২০০৯ সালে সাউথইস্ট ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ এবং ২০১২ সালে অবসর গ্রহণ করেন।

বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি  যুক্তরাষ্ট্র,দুবাই, জার্মানি,,  দক্ষিণ কোরিয়া,হংকং, চীন, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন।

মাহবুবুল আলম দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা