নগদের ক্যাশ-আউট ও সেন্ড মানিতে চার্জ বৃদ্ধি

নগদের ক্যাশ-আউট ও সেন্ড মানিতে চার্জ বৃদ্ধি
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদে ক্যাশ-আউট এবং অর্থ পাঠানোর (সেন্ড মানি) চার্জ বৃদ্ধি করা হয়েছে।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে এই চার্জ বাড়ানো হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

নগদ জানায়, অ্যাপের মাধ্যমে কোন গ্রাহককে টাকা পাঠানোর জন্য ৫ টাকা চার্জ আরোপ করেছে তারা। এতদিন এ পরিষেবা বিনামূল্যে পাওয়া যেত।

এছাড়াও, মোবাইল অ্যাপ দিয়ে প্রতি হাজারে ক্যাশ-আউট চার্জ ১১.৪৯ টাকা থেকে বাড়িয়ে ১২.৫০ টাকা করেছে তারা। পাশাপাশি, *১৬৭# কোড ডায়াল করে পরিষেবাটি নেওয়ার ক্ষেত্রে ক্যাশ-আউট চার্জ ১৪.৯৪ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে।

এছাড়া, ব্যাংকে টাকা স্থানান্তরের জন্য প্রতি হাজারে দেড় শতাংশ চার্জ আরোপ করেছে নগদ।

"রাষ্ট্রীয় মালিকানাধীন এমএফএস অপারেটর সম্প্রতি তাদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশলের অংশ হিসাবে বিভিন্ন পরিষেবা চার্জ সামঞ্জস্য করেছে, যার লক্ষ্য ডিজিটাল পরিষেবাগুলোর প্রসার বৃদ্ধি করা," এক বিবৃতিতে এ কথা জানায় নগদ।

ক্যাশ আউট ও সেন্ড মানিতে নগদ এখনও বাজারের সর্বনিম্ন চার্জ বজায় রেখেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর