নাঈমকে নিয়ে সমালোচনা করায় বিরক্ত রাজ্জাক

নাঈমকে নিয়ে সমালোচনা করায় বিরক্ত রাজ্জাক
আফগানিস্তান সিরিজ থেকে নাঈম শেখ নিয়মিত খেলে যাচ্ছেন একাদশে। সিরিজটিতে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তারপরও খেলেছেন ইমার্জিং এশিয়া কাপে। সেখানে আশানুরূপ খেলতে পারেননি। এবার এশিয়া কাপেও আছেন এই ওপেনার। তবে আগের মতোই বাজে পারফর্ম করে যাচ্ছেন।

ধারাবাহিক তার এই পারফরম্যান্সে খুশি নন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। যার প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমেই দেখা যায়। সমালোচিত এই ক্রিকেটারকে নিয়ে অবশ্য পজিটিভ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি জানান, বুঝলে কেউ সমালোচনা করতো না।

রাজ্জাকের ভাষ্য, ‘সমালোচনাতো থাকবেই। আপনারা তো সমালোচনার জন্যই আছেন, সমালোচনাতো করবেনই। কিন্তু বুঝলে সমালোচনা করার কথা না। এখন না বুঝে করলে খুব একটা কিছু বলার নাই। আমার কাছে মনে হয় একটু বেশিই করা হয় (সমালোচনা)। কারণ যারা করছে তারা কিন্তু বাংলাদেশের বাইরের কেউ না। সবাই হয়তো ভালো চায় বাংলাদেশের কোনো না কোনো দিক থেকে। আমার কাছে মনে হচ্ছে সমালোচনার পথটা ভুল। আমি শুনছি তাকে নিয়ে যা-তা বলা হচ্ছে। ’

ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ভালোই পারফর্ম করেছেন নাঈম। তবে সেই পারফরম্যান্স দিতে পারছেন না জাতীয় দলে। এই বিষয়ে রাজ্জাক বলেন, ‘(দলে) না নেওয়ার মতো তো কোনো কিছু সে করেনি। জাতীয় দলে খেলার মতো কাজই সে করেছে, এখানে সে ক্লিক করতে পারেনি। তার অতীত রেকর্ড যে খুব একটা খারাপ তা না। যখন আন্তর্জাতিক আঙিনায় সে পরিচিত হয়েছে তখন সে এতোটা খারাপ ছিল না। ’

‘এখন যেরকম খেলছে...একটা সময় সে ভালো সময় কাটিয়েছে প্রিমিয়ার লিগে। এই মুহুর্তে আমরা বা ও যেরকম আশা করছে সেরকম হয়তো হচ্ছে না। ’

তবে নাঈমকে নিয়ে আশাবাদী রাজ্জাক। তাকে এখনও দল থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন না বলে ইঙ্গিত দেন এই নির্বাচক। তিনি বলেন, ‘তার মানে এই না যে ওকে ছুঁড়ে ফেলা হবে, ওর উপর চাপ তৈরি করা হবে। একটা খেলোয়াড় যখন জাতীয় দলে খেলে বা অন্য যেকোন পর্যায়ে খেলে...সে খারাপ খেললে কিন্তু নিজেই বুঝে। এতোভাবে বুঝাই দেওয়ার প্রয়োজন হয় না। ’

এশিয়া কাপের এবারের আসরে গ্রুপপর্বে প্রথম ম্যাচে ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ বলে ১৬, আফগানিস্তানের বিপক্ষে লাহোরে ৩২ বলে ২৮ রানের পর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ২৫ বলে ২০ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৪৬ বলে ১৬ রান করেন এই ওপেনার।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে