রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় আসেন প্রেসিডেন্ট মাখোঁ। এরপর রাষ্ট্রীয় নৈশভোজের পর রাজধানীর ধানমন্ডিতে শিল্পী রাহুল আনন্দের সংগীতালয়ে যান তিনি। এর পর আজ সকালে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফরাসি এই প্রেসিডেন্ট। শেষে দুপুর ২টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মাখোঁ।
অর্থসংবাদ/এমআই