পদত্যাগ করা এমডিদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা

পদত্যাগ করা এমডিদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা

সম্প্রতি পদত্যাগ করা কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে সোমবার (১১ সেপ্টেম্বর) সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) হাবিবুর রহমানের সঙ্গে আলোচনা হয়।


একইদিন আলোচনার জন্য ডাকা হয় পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খানকেও। তাদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।


এছাড়া ব্যাংক এশিয়ার এমডি পদ থেকে পদত্যাগ করা আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর বিষয়ে জানতে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডাকা হয়েছে ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কক্ষে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে।


এর আগে, গত সপ্তাহে নিজের পদ থেকে সরে দাঁড়ান পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান। গত ২৬ জুলাই পদত্যাগ করেন ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। এছাড়া গত বৃহস্পতিবার এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্যাংকটির কর্তৃপক্ষের কাছে।


দেশের ব্যাংক ব্যবস্থাপনার এমডিরা যাতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পরিচালনা করতে পারেন, সেটা নিশ্চিতের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ওই চেষ্টার অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক থেকে পদত্যাগ করা এমডি মেহমুদ হোসেনকে কাজে ফিরিয়ে আনা হয়। একই ইস্যুতে এবারও আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।


সূত্র: প্রথম আলো।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা