মূল্যস্ফীতির প্রধান নায়ক ডিম-মুরগি

মূল্যস্ফীতির প্রধান নায়ক ডিম-মুরগি
আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ফের ১০ শতাংশ ছুঁইছুঁই অবস্থান নিয়েছে। গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। এর মধ্যে খাদ্যখাতে মূল্যস্ফীতি গড়েছে রের্কড। সমাপ্ত আগস্টে খাদ্যখাতে মূল্যস্ফীতির পরিমাণ ছিলো ১২ দশমিক ৫৪ শতাংশ। হুট করে বেড়ে যাওয়া মূল্যস্ফীতির প্রধান নায়ক মুরগি ও ডিম- এমনটাই মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনে একনেক সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়েছে, আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। শিগগির এটা কমানোর চেষ্টা করবো। তবে, আগস্টে মূল্যস্ফীতির নায়ক মুরগি ও ডিম। এরা প্রধান নায়ক ছিল।

এম এ মান্নান বলেন, আমাদের যে বৃদ্ধি এটা টেকসই মানের। সহনীয় মাত্রায় বাড়ছে। শ্রীলঙ্কা এক লাফে উঠেছিল এখন নামছে। আমাদের বৃদ্ধি হয়েছে সহনীয় এবং কমবেও সহনীয়।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ