ভবিষ্যতে টাকার নোটগুলো প্লাস্টিকের হবে

ভবিষ্যতে টাকার নোটগুলো প্লাস্টিকের হবে
কাগজের নোট দ্রুত নষ্ট হয়ে যায়, তাই ভবিষ্যতে টাকার নোটগুলো প্লাস্টিকের নোট হিসেবে তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, সরকার অধিক টাকা ছাপায় না। যতটুকু প্রয়োজন ততটুকুই ছাপায়। ভবিষ্যতে আমাদের টাকার নোটগুলো সব প্লাস্টিকের হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, একদিন সব টাকা প্লাস্টিক নোট হবে। কাগজের টাকা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই ভবিষ্যতে কাগজের টাকার নোট বাদ দিয়ে প্লাস্টিকের নোট ব্যবহার করা হবে।

সরকার বেশি করে টাকা ছাপাচ্ছে এমন প্রশ্নের জবাবে ড. শামসুল আলম বলেন, অনেকে বলে সরকার অনেক টাকা ছাপায়। বাস্তবে সরকার অধিক টাকা ছাপায় না। যতটুকু প্রয়োজন হয় ততটুকুই ছাপায়। সরকার বাজারে বেশি টাকা ছাড়ে এমন কথাটাও সঠিক নয়।

মূল্যস্ফীতি প্রসঙ্গে শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকার বেশি ধার নিয়েছে। আমরা মূল্যস্ফীতির চক্রে পড়েছি। একবার মূল্যস্ফীতি বাড়লে আর কমে না।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ