সোহানুর রহমান তার চলচ্চিত্র পরিচালনায় তার ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’ মুক্তি পায় ১৯৮৮ সালে। সিনেমায় সোহানুর রহমান নিজস্ব ধারা নিয়ে এসেছিলেন। বাংলাদেশী সিনেমায় রোমান্সে তার অবদান রয়েছে। সোহানুর রহমান সোহান পরিচালিত জনপ্রিয়তম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমি ও সালমান শাহ। এরপর নির্মাণ করেন আখেরি রাস্তা, বিদ্রোজী কন্যা, স্বজন, অন্তত ভালোবাসা। এর মধ্যে অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় অভিষেক হয় শাকিব খানের।
খ্যাতিমান এ পরিচালকের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ আসার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা শোক জানাতে শুরু করেন।
অর্থসংবাদ/এমআই