কৃষি মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

কৃষি মার্কেটের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। সেইসঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী দল। পুলিশ ও র‍্যাবের সদস্যরাও যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। তাদের প্রাণান্তকর চেষ্টায় সাড়ে ৫ ঘণ্টার বেশী সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। টিনশেডের আগুন দীর্ঘ সময় ধরে জ্বলেছে। এছাড়া সকাল পর্যন্ত কিছুক্ষণ পর পর এসি বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিলো।

এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বেড়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রাজধানীতে সন্ধ্যার পর বন্ধ থাকবে যেসব সড়ক
শনিবার রাজধানীর মার্কেট বন্ধ যেসব এলাকায়
শুক্রবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
রাজধানীতে আজ যেসব মার্কেট বন্ধ
বুধবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
আজ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
গুলিস্তানে বাসে আগুন
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ শনিবার
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ বৃহস্পতিবার