সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিএসইতে বিমা খাতের ৫৫ কোম্পানির শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষ দশে উঠে এসেছে এ খাতের ৯ কোম্পানি। এদিন সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। একদিনে কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৯ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ক্যাপিটাল।