বাংলাদেশ ব্যাংকে ১২৫ কেজি স্বর্ণ জমা দিল চট্টগ্রাম কাস্টম

বাংলাদেশ ব্যাংকে ১২৫ কেজি স্বর্ণ জমা দিল চট্টগ্রাম কাস্টম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে অবৈধ ও চোরাচালানে বিভিন্ন সময়ে জব্দ হওয়া ১২৫ কেজি ওজনের স্বর্ণ ও স্বর্ণবার বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

বুধবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভল্টে এসব স্বর্ণ জমা দেয় কাস্টমস। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনার পর তড়িঘড়ি করে চট্টগ্রাম কাস্টম হাউস স্বর্ণ জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে কাস্টম কর্তৃপক্ষ।

এর আগে গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের কাস্টডিয়ান শাখা স্বর্ণের ইনভেন্ট্রি শুরু করে। সেজন্য মঙ্গল ও বুধবার এই শাখার নিয়মিত কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন সেবা গ্রহীতারা।

উল্লেখ্য, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবৈধ পথে আনা স্বর্ণ ও স্বর্ণবার উদ্ধার করেন কাস্টমস সহ বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থা। উদ্ধারকৃত এসব স্বর্ণ চট্টগ্রাম কাস্টম হাউসের কাস্টডিয়ান শাখায় প্রেরণ করা হয়। রাষ্ট্রের অনুকুলে যেসব স্বর্ণ বাজেয়াপ্ত করা হয় সেগুলো পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে জমা দেয় কাস্টম।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা