বিদায়ী সপ্তাহে (১০ সেপ্টেম্বর-১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় ৯টিই ছিলো বিমা খাতের প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭০ লাখ টাকার। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৫৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ৮৯ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ৮৫ শতাংশ। আর ২২ দশমিক ২৫ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মেঘনা লাইপ ইন্স্যুরেন্স এবং মিরাকল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদ/এসএম