সূত্র মতে, রবিবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইতে প্রভাতী ইন্স্যুরেন্সের ৬৯ লাখ ২৩ হাজার ৪৭৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৪৩ কোটি ৪৮ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের আজ ৩৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩৩ লাখ টাকার।
দীর্ঘদিন লেনদেনের শীর্ষস্থান ধরে রাখলেও আজ ফু-ওয়াং ফুডের শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। তবে কোম্পানি লেনদেনের শীর্ষ দশ কোম্পানির চতুর্থ নম্বরে অবস্থান করছে। একদিনে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৯৭ লাখ টাকার।
এছাড়াও ইউনিক হোটেল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রুপালী লাইফ ইন্স্যুরেন্স এবং সোনালী পেপার আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে অবস্থান করছে।