চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ২২ মার্চ পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের ১০ শতাংশ কুপন হারে মুনাফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
কুপন রেট ঘোষণা করলেও এই মুনাফা প্রাপ্তিতে যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট এখনো ঘোষণা করা হয়নি।
এর আগে চলতি বছরের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি।
এই সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৩ সেপ্টেম্বর। বন্ডহোল্ডারদের এ সময়ের জন্য মুনাফা আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বিতরণ সম্পন্ন করবে ট্রাস্টি।
২০২২ সালের ২৩ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর ও একই বছরের ২৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট হারে মুনাফা বিতরণ করায় করপোরেট বন্ডটিকে লেনদেনের জন্য ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
গত বছরের ২৪ মার্চ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে পূবালী ব্যাংক লিমিটেডের এই পারপেচুয়াল বন্ডটি। ব্যাংকের অ্যাডিশনাল টায়ার ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করার জন্য বন্ডটি ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে পূবালী ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০২তম কমিশন সভায় পূবালী ব্যাংকের এই পারপেচুয়াল বন্ডটির অনুমোদন দেয়া হয়েছে।
বন্ডটির কুপন হার ধরা হয়েছে ৬ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে। তালিকাভুক্তির পর থেকেই বন্ডটির ট্রাস্টি ১০ শতাংশ কুপন হারে মুনাফা দিয়ে আসছে।
সর্বশেষ রেটিং অনুসারে, করপোরেট বন্ডটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন ২০২৩ সময় পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই প্রত্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিএরআইএসএল)।
অর্থসংবাদ/এসএম