নবীনদের বরণ করলো গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ

নবীনদের বরণ করলো গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে গ্রিন ইউনিভার্সিটির ‘সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ’ বিভাগের ফল ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এ নবীন বরণের আয়োজন করা হয়।


বিভাগীয় চেয়ারপার্সন ড. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সাংবাদিক এবং গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রফেসর ড.খাজা ইফতেখার নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগতম জানান এবং তাদের প্রতি আহ্বান রাখেন যাতে তারা নিজেদের কাজে সৎ ও অনুরাগী থাকে। সেইসাথে তিনি সমাজে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা প্রতিদিন সকালে উঠেই আগে সংবাদপত্র হাতে নেই এবং রাতে ঘুমুতে যাবার আগ মুহূর্ত পর্যন্ত নতুন সংবাদ জানার চেষ্টা করতে থাকি।

সৈয়দ ইশতিয়াক রেজা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক মনোমুগ্ধকর বক্তব্য প্রদান করেন। তিনি সাংবাদিকতা পেশা যে কষ্টের ও অনেক প্রতিকূলতা পাড়ি দিয়ে হয় সেই বিষয়ে সবাইকে অবগত করেন। বর্তমানে গণমাধ্যমে এক বিরাট পরিবর্তন এসেছে সবাইকে সেই পরিবর্তনের সাথে সংযুক্ত থেকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে আহ্বান জানান তিনি। সাংবাদিকতা বিষয়কে নিজেদের উচ্চতর পড়াশোনার বিষয় হিসেবে গ্রহণ করার তিনি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও এই আয়োজনে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা বর্ণণা করেন। নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় উপহার।

পরিশেষে বিভাগীয় চেয়ারপার্সন ড. অলিউর রহমান সবাইকে সাথে নিয়ে বিভাগের উন্নতি সাধনে কাজ করার আহ্বান জানান। এরপর জে এম সি মিডিয়া ক্লাবের আয়োজনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি