বুধবার (২০ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
গত মার্চ শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৫৭ টাকা ৭০ পয়সা, আজকে তা সর্বোচ্চ ৯৫ টাকা ১০ পয়সা দরে কেনাবেচা হয়েছে।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
অর্থসংবাদ/এমআই