গুগলের তথ্য খুঁজে দেবে বার্ড চ্যাটবট

গুগলের তথ্য খুঁজে দেবে বার্ড চ্যাটবট
ব্যক্তিগত বা অফিসের কাজে আমরা অনেকেই নিয়মিত গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের সুযোগ থাকায় কেউ আবার গুরুত্বপূর্ণ অনেক তথ্যও জমা রাখেন অনলাইন এ তথ্যভান্ডারে। কিন্তু প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হয় অনেককে। এ সমস্যার সমাধান দিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘বার্ড’ চ্যাটবটে নতুন এক্সটেনশন যুক্ত করা হয়েছে। ‘বার্ড এক্সটেনশন’ নামের এ সুবিধা ব্যবহার করে জিমেইলের ইনবক্সে থাকা বিভিন্ন ই-মেইলের পাশাপাশি গুগল ডকস থেকেও সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, অনলাইন থেকে তথ্য সংগ্রহ করে উত্তর দেওয়ার পাশাপাশি এবার গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ডকস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে দেবে ‘বার্ড’ চ্যাটবট। শুধু তাই নয়, সংগ্রহ করা তথ্য ব্যবহারকারীদের নির্দেশনা অনুযায়ী ব্যবহারও করতে পারবে। এর ফলে গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ডকস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়ার পাশাপাশি সেগুলো দিয়ে নির্দিষ্ট চার্ট বা তালিকাও তৈরি করা যাবে।

গুগলের তথ্য মতে, নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইলে থাকা নির্দিষ্ট ই-মেইল খুঁজে সেগুলোর সারাংশ লিখে জানাবে বার্ড। এমনকি ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে গুগল ম্যাপস, ইউটিউব বা গুগল ফ্লাইটস থেকেও তথ্য সংগ্রহ করবে চ্যাটবটটি। ব্যবহারকারীরা যেকোনো সময় এ সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন। প্রাথমিকভাবে এ সুবিধা শুধু ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে।

বার্ড এক্সটেনশন সুবিধা ব্যবহারের জন্য ব্যক্তিগত গুগল ড্রাইভ, জিমেইল অ্যাকাউন্টসহ গুগল ডকস ব্যবহারের অনুমতি দিতে হবে। আর তাই চ্যাটবটটির সংগ্রহ করা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে গুগল জানিয়েছে, বার্ড এক্সটেনশন ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট ও গুগলের বিভিন্ন সেবা থেকে তথ্য সংগ্রহ করলেও সেগুলো কাজে লাগিয়ে বার্ডের মান উন্নয়ন করা হবে না। এমনকি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও এসব তথ্য দেখতে পারবে না।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা