গত ২ সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৮ সেপ্টেম্বর সোমবার থেকে এক্সপ্রেসওয়েতে চলছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির বাস। গত দুই দিনে এই বাসে করে ৬ হাজার ৪৭ জন যাত্রী এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়েছেন। এতে বিআরটিসির আয় হয়েছে ২ লাখ ২৫ হাজার ৮৬০ টাকা।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তাদের নয়টি বাস ৩০ ট্রিপ যাতায়াত করেছে। এদিন মোট টিকিট বিক্রি হয়েছে, ১ হাজার ৮২৪টি। এতে মোট রাজস্ব আয় হয়েছে ৬৮ হাজার ৯৭৪ টাকা।
দ্বিতীয় দিনে নয়টি বাস ৪৮ ট্রিপ যাতায়াত করেছে। টিকিট বিক্রি হয়েছে চার হাজার ২২৩টি। এতে রাজস্ব এসেছে ১ লাখ ৫৬ হাজার ৮৮৬ টাকা।
সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিসির বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সঙ্গে ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। উদ্বোধনের পর বেলা ১১টা ২৫ মিনিটে প্রথম বাস উত্তরা জসীমউদ্দীন রোডের উদ্দেশ্যে ছেড়ে যায়।
অর্থসংবাদ/এসএম
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                