সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডিএসইতে বিডিকম অনলাইনের শেয়ারদর ৩ টাকা ৩৫ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন, খুলনা প্রিন্টিং, অলিম্পিক এক্সেসরিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, অগ্নি সিস্টেমস, আমরা টেকনোলজি এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড।
অর্থসংবাদ/এসএম