দ্বীপ জেলা ভোলা থেকে বেড়ে ওঠা মেধাবী ছাত্র মো. ফরিদ উদ্দিন লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অক্লান্ত পরিশ্রম আর উদ্যম প্রচেষ্টায় আজ সেই মেধাবী শিক্ষার্থীই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
তার এই অর্জনে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনিসহ তার পরিবার। মো. ফরিদ উদ্দিনের এই অর্জনে ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ভোলা জেলার বোরহানউদ্দিন থানার হাসাননগর ইউনিয়নের মির্জাকালুতে জন্ম গ্রহণ করেন মো. ফরিদ উদ্দিন। ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল লক্ষ্য পৌঁছানোর। স্থির লক্ষ্য আর স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টায় মো. ফরিদ উদ্দিন নিয়ে গেছেন স্বপ্নের চূড়ায়। অধ্যায়নরত অবস্থায় প্রতিটি ক্লাসে সফলতার স্বাক্ষর রাখেন মো. ফরিদ উদ্দিন।
উল্লেখ্য, মো. ফরিদ উদ্দিন মির্জাকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পান। অষ্টম শ্রেণিতেও তিনি বৃত্তি পান। ২০১১ সালে তিনি এসএসসি পাস করেন। ২০১৩ সালে এইচএসসি পাশ করেন। তার অনার্স সেশন ২০১৪-১৫ এবং মাস্টার্স সেশন ২০১৮-১৯ সাল।