নতুন ওয়্যারহাউজ নির্মাণ করবে বিএটিবিসি

নতুন ওয়্যারহাউজ নির্মাণ করবে বিএটিবিসি
নতুন ওয়্যারহাউজ নির্মাণ করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। নতুন এই খাতে কোম্পানিটি ১৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুযায়ী, গাজীপুরে অবস্থিত কোম্পানিটির বর্তমান কারখানা প্রাঙ্গনে নতুন এই ওয়্যারহাউজ নির্মাণ করা হবে। এর জন্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৫০ কোটি ৮০ লাখ টাকা।

নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে আলোচিত বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। তবে এর মধ্যে কত অংশ নিজস্ব তহবিল ও কতটা ব্যাংক ঋণের মাধ্যমে সংস্থান করা হবে তা জানা সম্ভব হয়নি। বলা হয়েছে, কোম্পানির ক্যাশফ্লোর আলোকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

ডিএসইতে ১৯৭৭ সালে তালিকাভুক্ত এই কোম্পানির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনও ৫৪০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে।

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০০ শতাংশ লভ্যাংশ প্রদান করেছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন