দক্ষিণ কোরিয়া থেকে আরও বেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

দক্ষিণ কোরিয়া থেকে আরও বেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিসহ দেশটির আরও বিনিয়োগ চায় বাংলাদেশ। রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় দেশটির দূতাবাসে দক্ষিণ কোরিয়া দিবস নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ প্রত্যাশার কথা জানান।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের স্থিতিশীল প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমরা বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে চাই। আমরা বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার আরও বিনিয়োগ চাই।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ৫০ বছরের গৌরবময় দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশটির সঙ্গে আরও গভীর সহযোগিতার মাধ্যমে বন্ধুত্বকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ায় প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কে অনেক গৌরবময় ইতিহাস রচিত হয়েছে। এ সম্পর্কে আরও গভীরভাবে সবক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে পরবর্তী স্তরে নিতে চাই।

শাহরিয়ার আলম সম্প্রতি ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কিারিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক বক্তব্য দেন। রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা