কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত ৩০ জুন ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৭৮ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে এনএভি ১৯ টাকা ৯৯ পয়সা ছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ হাইকোর্টের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
অর্থসংবাদ/এমআই