সূত্র মতে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৮০ পয়সা বা ১০ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিবিধ খাতের এ কোম্পানিটি গতকাল (সোমবার) তিনটি হিসাববছরের (২০২১-২০২৩সাল) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ তিন বছরে কোম্পানি লাভের মুখ দেখেনি। উল্টো লোকসান দিয়েছে। এই তিন বছরে বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশও ঘোষণা করেনি মিরাকল। তবে কোম্পানিটির শেয়ারদর আজ সবচেয়ে বেশি বেড়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ টাকা ৫০ পয়সায়।
দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে আম্বি ফার্মার শেয়ারদর আজ ৫৪ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ০১ শতাংশ।
মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে অবস্থান করা অপর কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ লুব্রিকেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, প্রভাতী ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, এপেক্স স্পিনিং, মুন্নু অ্যাগ্রো এবং সি পার্ল বিচ রিসোর্ট।