8194460 দর বৃদ্ধির শীর্ষে বড় লোকসানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ - OrthosSongbad Archive

দর বৃদ্ধির শীর্ষে বড় লোকসানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ

দর বৃদ্ধির শীর্ষে বড় লোকসানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বড় লোকসানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৮০ পয়সা বা ১০ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিবিধ খাতের এ কোম্পানিটি গতকাল (সোমবার) তিনটি হিসাববছরের (২০২১-২০২৩সাল) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ তিন বছরে কোম্পানি লাভের মুখ দেখেনি। উল্টো লোকসান দিয়েছে। এই তিন বছরে বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশও ঘোষণা করেনি মিরাকল। তবে কোম্পানিটির শেয়ারদর আজ সবচেয়ে বেশি বেড়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ টাকা ৫০ পয়সায়।

দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে আম্বি ফার্মার শেয়ারদর আজ ৫৪ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ০১ শতাংশ।

মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে অবস্থান করা অপর কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ লুব্রিকেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, প্রভাতী ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, এপেক্স স্পিনিং, মুন্নু অ্যাগ্রো এবং সি পার্ল বিচ রিসোর্ট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন