সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।
সূত্র মতে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে ডিএস-৩০ সূচক এদিন ১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে।
এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস এদিন ০ দশমিক ০৩ পয়েন্ট কমেছে।
ডিএসইতে আজ মোট ৪২২ কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ০১ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩০২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৭০ কোম্পানির। বাকি ৭৮ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।
অর্থসংবাদ/এসএম