লেনদেন ও বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে

লেনদেন ও বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে

এক সপ্তাহে দেশের শেয়ারবাজারের লেনদেন ও বাজার মূলধন কমেছে। শতাধিক কোম্পানির দরপতনের কারণে কমেছে সব মূল্যসূচকও।


গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২ হাজার ১৯০ কোটি টাকা। শতাংশ হিসেবে লেনদেন কমার পরিমাণ ৫৪ দশমিক ৭০ শতাংশ।

লেনদেনের সঙ্গে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬২৬ কোটি টাকা। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৪৭৫ কোটি ৪৬ লাখ টাকায়। আগের সপ্তাহে এক্সচেঞ্জটির বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৯ হাজার ১০১ কোটি ৬৫ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৫ দশমিক ১১ পয়েন্ট কমেছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে। এছাড়াও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ৫ দশমিক ০১ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ৫ দশমিক ৭৫ পয়েন্ট হারিয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৬৬ কোম্পানির শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১১৪ কোম্পানির। বিপরীতে মাত্র ৪৭ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার হাতবদল হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। চার কার্যদিবসে কোম্পানিটি ১ কোটি ৭ লাখ ২৫ হাজার ১১১টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ছিল ৭৯ কোটি ৫৮ লাখ টাকা।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৪ শতাংশ বেড়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৮৫ শতাংশ।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত