তারুণ্যের বৃক্ষায়নে সবুজ ইবি ক্যাম্পাস

তারুণ্যের বৃক্ষায়নে সবুজ ইবি ক্যাম্পাস
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম প্রাঙ্গণ, টিএসসিসি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় দেশি ও বিদেশী গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোঃ মমতাজুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বিদেশি প্রজাতির ফুল জ্যাকারান্ডা গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

তারুণ্যের সভাপতি মো. মারুফ হোসেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু, যা ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন।

এছাড়া পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সেগুলোর যত্ন নিতে উৎসাহিত করেন তিনি।

তারুণ্যের সাধারণ সম্পাদক রিফাত প্রত্যয় বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য শুধু ক্যাম্পাসকে সাজিয়ে তোলা নয়, বরং মেম্বারদের ভেতরও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং উপকারিতা উপলব্ধি করানো।

এ সময় অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান তারুণ্যের ভুয়সী প্রশংসা করে বলেন, তারুণ্য’র সদস্যরা লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিভিন্ন প্রশংসনীয় জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তারুণ্য’র মহাত্ব্যকে ফুটিয়ে তুলছে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মো. মমতাজুল ইসলাম ঔষধি ও ফলজ গাছের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেন।

উল্লেখ্য, কর্মসূচিতে দেশি ও বিদেশী বিভিন্ন ধরণের শোভাবর্ধণকারী গাছ লাগানো হয়। তারমধ্যে শিউলি, বেলী, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, বাগান-বিলাস, পলাশ, কাঠবাদাম, গন্ধরাজ ও জ্যাকারান্ডা অন্যতম।

অর্থসংবাদ/এমআই/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি