তারুণ্যের বৃক্ষায়নে সবুজ ইবি ক্যাম্পাস

তারুণ্যের বৃক্ষায়নে সবুজ ইবি ক্যাম্পাস
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম প্রাঙ্গণ, টিএসসিসি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় দেশি ও বিদেশী গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোঃ মমতাজুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বিদেশি প্রজাতির ফুল জ্যাকারান্ডা গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।

তারুণ্যের সভাপতি মো. মারুফ হোসেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু, যা ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন।

এছাড়া পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সেগুলোর যত্ন নিতে উৎসাহিত করেন তিনি।

তারুণ্যের সাধারণ সম্পাদক রিফাত প্রত্যয় বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য শুধু ক্যাম্পাসকে সাজিয়ে তোলা নয়, বরং মেম্বারদের ভেতরও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং উপকারিতা উপলব্ধি করানো।

এ সময় অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান তারুণ্যের ভুয়সী প্রশংসা করে বলেন, তারুণ্য’র সদস্যরা লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিভিন্ন প্রশংসনীয় জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তারুণ্য’র মহাত্ব্যকে ফুটিয়ে তুলছে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মো. মমতাজুল ইসলাম ঔষধি ও ফলজ গাছের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেন।

উল্লেখ্য, কর্মসূচিতে দেশি ও বিদেশী বিভিন্ন ধরণের শোভাবর্ধণকারী গাছ লাগানো হয়। তারমধ্যে শিউলি, বেলী, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, বাগান-বিলাস, পলাশ, কাঠবাদাম, গন্ধরাজ ও জ্যাকারান্ডা অন্যতম।

অর্থসংবাদ/এমআই/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি