কর ফাঁকি কমাতে নতুন সফটওয়্যার আনছে এনবিআর

কর ফাঁকি কমাতে নতুন সফটওয়্যার আনছে এনবিআর
দেশে কর প্রদানের যোগ্য অর্ধেক ব্যক্তিও নিয়মিত কর প্রদান করেননি। ফলে সম্ভাব্য বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এবার কর ফাঁকি চিহ্নিত করা ও করদাতাদের অডিট-ভীতি দূর করতে সফটওয়্যার তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সফটওয়্যার ব্যবহারের ফলে অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতার পাশাপাশি কর কর্মকর্তাদের স্বেচ্ছাচার ক্ষমতা কমবে, কমবে করভীতিও। একই সঙ্গে চিহ্নিত করা যাবে কর ফাঁকি।

জানা গেছে, ‘রিস্ক ম্যানেজমেন্ট ইঞ্জিন’ নামে একটি সফটওয়্যার তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সফটওয়্যারটি তথ্য সংগ্রহের জন্য অন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ, ব্যক্তি ও কোম্পানির জমা দেওয়া রিটার্ন স্ক্যান করার পর ব্যক্তিগত অডিটের জন্য ফাইল বাছাই করবে।

এনবিআর সূত্র জানিয়েছে, করদাতাদের ডেটা তৈরির কার্যক্রম চলছে। তাদের তিন বছরের ডেটা সংগ্রহের কাজ শেষ দিকে। কর বিভাগ সরকারের অন্য সংস্থাগুলোর ডেটাবেইসে প্রবেশাধিকার নিচ্ছে। এর ফলে কর ফাইলে দেখানো আয়, ব্যয় ও সম্পদের তথ্যের সঙ্গে সফটওয়্যার অন্য বিভাগগুলোর তথ্য মিলিয়ে দেখে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে সন্দেহভাজন ফাইল চিহ্নিত করতে পারবে। এরপর ওই সব ফাইল জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স রিস্ক ইউনিটে পাঠানো হবে। সেই ইউনিট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মাঠ পর্যায়ের অফিসগুলোকে অডিটের জন্য নির্দেশনা দেবে।

তবে অডিটের ক্ষেত্রে কোন ধরনের ফাইল সন্দেহের তালিকায় থাকবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আয়-ব্যয় কিংবা সম্পদের তথ্যে বড় ধরনের গরমিল রয়েছে, এমন ব্যক্তি এর আওতায় আসতে পারেন।

আগামী বছর থেকে পুরোদমে কার্যক্রম শুরু করবে সফটওয়্যারটি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু